Photobazar24
মঙ্গলবার / ২২শে অগাস্ট ২০১৭

নবম ওয়েজবোর্ড: প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সাংবাদিকদের পদযাত্রা কাল

আপডেট: 2017-03-21 20:04:50
নবম ওয়েজবোর্ড: প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সাংবাদিকদের পদযাত্রা কাল

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সাংবাদিকদের পদযাত্রা কর্মসূচি পালিত হবে। পদযাত্রায় অংশ নিতে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।


এতে নেতৃবৃন্দরা নিজ নিজ এলাকার বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করতে বিএফইউজের অধিভুক্ত ইউনিয়নসমূহের প্রতিও আহ্বান জানিয়েছেন।


বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, নবম ওয়েজবোর্ড আন্দোলনের সাথে বেতন-ভাতা বৃদ্ধির দাবির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ও সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও জড়িত।সর্বশেষ খবর